সোমবার, ৭ জুন, ২০২১

শেষ অধ্যায়

বইয়ের একটি শেষ পাতা। পড়ছিলাম বারান্দায় বসে, আমার বাসার বারান্দার সামনে বড় terrace বাবা লাগানো হাসনাহেনা ,গন্ধরাজ ,জবা ,গোলাপের সুবাস মাখামাখি করছে । বসন্তকালে শেষ সপ্তাহ। আমার আধখানা বইয়ের পৃষ্ঠা নিস্তব্ধ নিশ্চুপ, মনে পড়ছিলাম " তপ্ত পরিসরে" জাগিলো নয়নে । দুটি নয়ন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেমিকার দিকে, প্রেমিকার হাতের ফুল কবি সেটাই বলে। প্রেমিক হৃদয়ে আবেগ, ছড়ালো ভালোবাসা। কবি সেটাই বলে তার কবিতায়। বইয়ের পাতায় লেখা কবিতার কবি কবিতা লিখেছেন। কবিতা ফুরিয়ে যায় না। বই শেষ পৃষ্ঠা। জুড়ে আঁকা রঙিন ছবি, ছোট ছোট মুখ পশুপাখি। মোবাইল ফোনে। আমার কল বেজে উঠলো। অফিস থেকে কল এসেছে। Email চেক করতে হবে । আজ তবে এই আটখানা থাক পৃষ্ঠা। পরে পড়বো বলে।

কোন মন্তব্য নেই: