সোমবার, ৭ জুন, ২০২১

ক্ষতের চিন্হ

আলিঙ্গন করেছে মানুষ অতৃপ্ত আত্মাকে দেহ হতে খসে পরছে মরা চামড়া ধর্ষিতা নারীরা পাবে কি ? তাদের বিচার, তাদের দেহ হইতে শুধু লাঞ্ছনার আর এক একটি ক্ষতর চিহ্ন আর আছে আঁচড়ের দাগ । অবাধ্য পুরুষেরা, সমাজে করছে সন্ত্রাস খাবলে খাচ্ছে পুরোটি শরীরের হাড় ও মজ্জা লজ্জায় নগ্ন হচ্ছে নারীর ভূষণ । মানুষের আর্তনাত আর কতদিন ? কতদিন শুনতে হবে তাদেরই লুকানো আর্তনাত কেন মাটি ভিজে যাচ্ছে রক্তে বারে বারে, কেন মাটি কেঁপে উঠেছে ? ভরে যাচ্ছে , গুবরে পোকায় ।। পৃথিবীতে তাহলে কি ধর্ষিতাদের, জায়গা নেই জায়গা কি হবে না, তাহলে কি ফুটবে না বিয়ের ফুল কেউ কি দেখবে না বাসর তাদের নিয়ে ? তারাও হতে পারে কারো প্রেমিকা বা অর্ধাঙ্গিনী মুখোশের আড়ালে মানুষরুপি –জানোয়ারেরা কেবল স্বপ্ন ভঙ্গ করতে জানে গড়তে জানে না পূর্ব ইতিহাস রক্ত যেন হিঁম হয়ে গেছে চামড়া হয়েছে রক্তাক্ত । স্বপ্ন এখন শুধুই"আলেয়ার আলো" ধর্ষিতার স্বপ্ন বৃথা হয়ে যাবে সন্তুষ্ট হওয়া কেবল দূর স্বপ্ন । বুকের মধ্যে ভাঙাচোরা অবৈধ প্রেমের ফসল হল, কচি নতুন প্রাণ লোককে বলে সেটা কেবল অদৃষ্টের পরিহাস নিকৃষ্ট জাত - কুলাঙ্গার মাত্র নিষ্পাপ, মূল্যহীন কচি প্রাণ শুধুই মৃত্যুর ছোবলে নষ্ট হচ্ছে কত শত নবজাতক তোদের কি দোষ বললো ? তোমাদের পাপের বোঝা কেন বহন, করবে ওই নিষ্পাপ প্রাণগুলি । এই প্রশ্ন, আজ আমি রেখে যাই সেই সব মানুষদের কাছে দেহ ভোগী মানুষরা শোনে না নারীর লুকানো আর্তনাদ ক্ষতের চিন্হ আর কত বয়ে বেড়াবে তারা এই শতাব্দীর দারপ্রান্তে দাঁড়িয়ে পৃথিবীর বুকে ।

কোন মন্তব্য নেই: